কালেমা রদে কুফর – Kalima Radde Kufr

আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ


 


আরবি
ٱللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ أَنْ أُشْرِكَ بِكَ شَيْئًا وَأَنَا أَعْلَمُ بِهِ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ بِهِ تُبْتُ عَنْهُ وَتَبَرَّأْتُ مِنَ ٱلْكُفْرِ وَٱلشِّرْكِ وَٱلْكِذْبِ وَٱلْغِيبَةِ وَٱلْبِدْعَةِ وَٱلنَّمِيمَةِ وَٱلْفَوَاحِشِ وَٱلْبُهْتَانِ وَٱلْمَعَاصِي كُلِّهَا، وَأَسْلَمْتُ وَأَقُولُ لَا إِلٰهَ إِلَّا ٱللّٰهُ مُحَمَّدٌ رَّسُولُ ٱللّٰهِ

বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ইন্নি আ‘উযুবিকা মিন আন্না উশরিকা বিকা শাইআঁ ওআনা আ‘লামু বিহি, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ‘লামু বিহি, তুবতু আনহু ওয়া তাবার্র’আতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাহ ওয়াল বিদ‘আহ ওয়ান নামীমাহ ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতান ওয়াল মা‘আসী কুল্লিহা, ওয়া আসলামতু ওয়া আকুলু লা ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই, যাতে আমি আপনার সঙ্গে কাউকে শরিক না করি জেনেশুনে। আর যা আমি জানি না, সে সম্পর্কে আপনার কাছে ক্ষমা চাই। আমি এসব থেকে তওবা করছি ও কুফর, শিরক, মিথ্যা, গীবত, বিদআত, চোগলখুরি, অশ্লীলতা, অপবাদ ও সবরকম গুনাহ থেকে বিমুক্ত হচ্ছি। আমি ইসলাম কবুল করেছি এবং সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ (স.) আল্লাহর রাসূল।