কালেমা মুজমাল – Kalima Mujmal
আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ
আরবি
آمَنْتُ بِاللّٰهِ كَمَا هُوَ بِأَسْمَائِهِ وَصِفَاتِهِ وَقَبِلْتُ جَمِيعَ أَحْكَامِهِ
বাংলা উচ্চারণ
আমান্তু বিল্লাহি কামা হুয়া বিসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামী‘আ আহকামিহি
বাংলা অর্থ
আমি আল্লাহর ওপর ঈমান এনেছি যেমন তিনি তাঁর নাম ও গুণাবলীতে আছেন এবং আমি তাঁর সকল হুকুম মান্য করেছি।