কালেমা তাওহীদ – Kalima Tawheed

আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ


 


আরবি
لَا إِلٰهَ إِلَّا ٱللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَّا يَمُوتُ أَبَدًا أَبَدًا، ذُو ٱلْجَلَالِ وَٱلْإِكْرَامِ، بِيَدِهِ ٱلْخَيْرُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বাংলা উচ্চারণ
লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হামদু, ইউহই ওয়া ইউমীত, ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু আবাদান আবাদা, যুল জালালি ওয়াল ইকরাম, বিয়াদিহিল খাইর, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই-ইন কাদীর।

বাংলা অর্থ
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না। তিনি মহা মর্যাদাশীল ও দাতা। সমস্ত কল্যাণ তাঁর হাতে এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।